Header Ads

Header ADS

দুর্বল হাদীসের ওপর আমলের হুকম এবং শর্ত


দুর্বল হাদীসের ওপর আমলের হুকম

মৌলিকভাবে এবং উসুলগতভাবে দুর্বল হাদিসের হুকুম হল, এগুলো বর্ণনা করারও অনুমতি রয়েছে এবং এগুলোর ওপর আমল করারও সুযোগ রয়েছে।

দলীল: ইমাম ইবনুস সালাহ তার ‘ভূমিকা’তে বলেন-
اعلم أن الحديث الموضوع شر الأحاديث الضعيفة ولا تحل روايته لأحد علم حاله بخلاف غيره من الأحاديث الضعيفة التي يحتمل صدقها في الباطن

অর্থ: জেনে রাখ, জাল হাদিস হলো সর্ব নিকৃষ্ট দুর্বল হাদিস। এমন ধরনের হাদিস কারো জন্য –জাল জানা সত্ত্বেও– বর্ণনা করা বৈধ নয়। পক্ষান্তরে জাল ব্যতীত অন্যান্য দুর্বল হাদিসের হুকুম এর ভিন্ন। কারণ, সেগুলো (বাহ্যত দুর্বল হলেও) মূলত সত্য হওয়ার সম্ভাবনা রাখে। [মুকাদ্দিমাতু ইবনিস সালাহ: ৪৭]

দলীল: ইমাম নববী আত-তাকরীব গ্রন্থে বলেন-
يجوز عند أهل الحديث، في الأسانيد الضعيفة ورواية ما سوى الموضوع من الضعيف والعمل به من غير بيان ضعفه

অর্থ: জাল নয় এমন হাদিস ব্যতীত অন্যান্য দুর্বল সনদের হাদিসগুলোর ব্যাপারে বক্তব্য হলো, দুর্বলতার বিষয়টি প্রকাশ করা ছাড়াই এমন ধরনের হাদিস রেওয়ায়েত করা এবং সেগুলোর ওপর আমল করা আহলে হাদিস ওলামাদের নিকট বৈধ। [আত-তাকরীব আলাত তাদরীব: ১/২৯৮]

দুর্বল হাদিসের উপর আমল করার শর্ত

দুর্বল হাদিসের উপর আমল করার শর্ত ৩টি-

১. হাদিসটা অত্যন্ত দুর্বল পর্যায়ের হবে না, যেমন জাল কিংবা অত্যধিক দুর্বল তথা জয়ীফ জিদ্দান।
২. হাদিসটির বিষয়বস্তু শরীয়তের কোন মৌলিক কিংবা শাখাগত বিষয়ের অনুকূলে হতে হবে।
৩. আমল করার ক্ষেত্রে এর প্রমাণিকতার ওপর পূর্ণ বিশ্বাস রাখা যাবে না; বরং সতর্কতামূলক আমল করা হবে।

 

দলীল: আল্লামা সাখাবি প্রমুখগণ বলেছেন-
الأول أن يكون لاضعيفًا غير شديد، والثاني أن يكون مندرجاً تحت أصل عام، والثالث أن لا يعتقد عند العمل به ثبوته، لئلا ينسب إلى النبي صلى الله عليه وسلم مالم يقله

অর্থ: (দুর্বল হাদিসের উপর আমল করার কয়েকটি শর্ত) প্রথমত: হাদীসটি অত্যাধিক দুর্বল না হবে। দ্বিতীয়ত: ইসলামের মৌলিক বিষয়ের অনুকূলে হতে হবে। তৃতীয়ত: আমল করার ক্ষেত্রে  এর প্রমাণিকতার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখা যাবে না; কেননা, এতে করে রাসূলের প্রতি এমন কথা সম্পৃক্ত করা হয় যা তিনি (হয়তো) বলেননি। [কওলুল বদী‘: ২১৫; তাদরীবুর রাবী: ১/২৯৯]

চলবে


আল্লামা মুহাম্মাদ আব্দুর রশীদ নুমানী রহ. রচিত ও বিদগ্ধ গবেষক শায়খ তাহমিদুল মাওলা সম্পাদিত হানাফী মাযহাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বইটি সবচেয়ে সুলভ মূল্যে কিনতে এখনই অর্ডার করুন কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই!

কোন মন্তব্য নেই

mattjeacock থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.